শাহবাগে গোপন সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ এএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:১১ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভবনের গোপন সুড়ঙ্গ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। জানা গেছে, ‘পিকক বারে’ গোপন অভিযানে গিয়ে এসবের সন্ধান পায় র্যাব-৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল বুধবার মধ্যরাতে শাহবাগের পিকক বারে অভিযান চলাকালীন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে আড়াই হাজার দেশি বিয়ার, দেড় হাজার বিদেশি বিয়ার, ৬০০ বোতল দেশি মদ ও ৭০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। বারের মালিক ও বাসার মালিক সম্পর্কেও খোঁজ নেয়া হয়েছে। তাদেরকে আসতে বলা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, র্যাব-৪ এর আভিযানিক দল, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান পরিচালনা করছে। হোটেল পিকক লিমিটেড নামের একটি বারে নিচতলা, দ্বিতীয়তলা ও তৃতীয় তলায় বারের অনুমোদন ছিল কিন্তু ৪ তলায় অনুমোদন ছিল না। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি চারতলায় কিছু অবৈধ মাদক রয়েছে। ৪ তলা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযান চলাকালে নিচতলায় সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। সেখান থেকেও বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করা হয়।
তিনি বলেন, ৩ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, যাদের মাদকের লাইসেন্স নেই, যারা বাসায় বসে মদপান করে ও বাসায় বিভিন্ন মিনিবার পরিচালনা করে তাদেরকে বিভিন্ন সময় এখান থেকে মদ-বিয়ার সাপ্লাই দেয়া হতো।