রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:২৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজধানীর কদমতলীর শ্যামপুরে পারিবারিক কলহের জেরে স্বামী লিটু কাজীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্ত্রী শিরীন আক্তার (৩৫) নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক স্বামী ওয়াসিম লিটু কাজীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। পেশায় তিনি রিকশাচালক।
গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় প্রতিবেশীরা শিরীনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি (তদন্ত) সজীব কুমার দে জানান, সোমবার রাতে ১৪০ নম্বর শ্যামপুরে বাসায় পারিবারিক কলহের জের ধরে উভয়ের ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীর শরীরে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
আহত শিরীনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ স্বামী লিটু কাজীকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।