রাজধানীতে গরুর ভেতরে মিলল ইয়াবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ পিএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১২:৫৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গরু ব্যাবসার আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে ঢাকা সহ সারাদেশে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যাবসা করে আসছিল। এঘটনায় মো. ইউনুস হোসেন (৩৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে এ তথ্য জানায় র্যাব-৪।
গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গরুর ট্রাক থেকে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। এসময় মাদক বহন করা ট্রাকটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, একটি মোবাইল ও চারটি গরু এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ও ইয়াবা সংগ্রহ করে সারাদেশে সরবরাহ করে আসছিলো। রাজধানী ঢাকার মিরপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকার প্রভৃতি বাহন ব্যাবহার করে ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে তা সারাদেশে সরবরাহ করে আসছিল ইউনুস সহ একটি চক্র।
আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মো. জিয়াউর রহমান।