রাজধানীর লক্ষ্মীবাজারে বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন কঠিন এর অভিযোগ, পরীক্ষা কেন্দ্র ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১০:০২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রশ্ন কঠিন হয়েছে, সিলেবাস থেকে কিছুই কমন পড়েনি- এমন অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করেছে আইনজীবী হিসেবে নিবন্ধন পেতে ইচ্ছুক পরীক্ষার্থীরা।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নিবন্ধন এর পরীক্ষা রাজধানীর ঢাকার ৯টি কেন্দ্রে শুরু হয়। পরীক্ষা শুরুর পর প্রশ্ন কঠিনের অভিযোগে গোলযোগের সৃষ্টি হয়। প্রথমে দুটি কেন্দ্রের পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করা হলেও পরে তারা কেন্দ্রে ভাঙচুর চালায়। এই ঘটনায় পরীক্ষা সাময়িক বন্ধ থাকার পর বেলা ১২টার পর আবার পরীক্ষা গ্রহন শুরু হয়।
ভাঙচুরের ঘটনা ঘটে রাজধানীর লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ ও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভাঙচুরের এক পর্যায়ে অনেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র ও খাতা নিয়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। যারা বেরুতে চায়নি, তাদেরকেও বের করে আনতে জোর করে আন্দোলনকারীরা। এ অবস্থায় দুটি কেন্দ্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে আবার পরীক্ষা শুরু হলে হট্টগোল করে বাইরে বেরিয়ে পড়া পরীক্ষার্থীদের পরিক্ষায় বসতে দেয়া হয়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কঠিন অবস্থানের কথা জানান বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম।
তিনি বলেন, ৯টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। পরীক্ষা বাতিলের কোনো কারণ দেখি না। তাই ওই দুই কেন্দ্রে যারা পরীক্ষা দিতে চায়, তাদেরকে নিয়েই আবার পরীক্ষা শুরু হয়েছে।