রাজধানীর মিরপুর কলেজের পেছন থেকে বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১৮ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর মিরপুর কলেজের পেছনে পড়ে থাকা নীল রঙের ড্রামের ভেতর থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম জুয়েল রানা (২৯) বলে জানিয়েছে পুলিশ। তিনি একটি সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন বলে পুলিশ জানায়। তিনি গাবতলী এলাকায় থাকতেন।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, গতকাল শুক্রবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। তদন্তে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। হত্যায় জাকিরের সঙ্গে আরও দুজন অংশ নেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যার কারণসহ বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।
পুলিশ বলছে, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।