রাজধানীর সেগুনবাগিচায় প্রাইভেটকারে ২ ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর সেগুনবাগিচায় গাড়ির ভেতর থেকে দুই কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাকিব (১৭) ও সিয়াম (১৮) নামে ওই দুই কর্মচারী ওয়ার্কশপে রঙের কাজ করতেন এবং তারা সেখানেই থাকতেন।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
সিয়ামের চাচা জহির বলেন, তারা গত রাতে কাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। সকালে সহকর্মীরা গিয়ে দেখতে পায় দুজনই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে বেলা ১১টার দিকে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
কী কারণে মারা গেছে এ বিষয়ে তাদের স্বজনরা কিছুই বলতে পারছেন না। তবে ময়নাতদন্তের পর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
সিয়ামের বাবার নাম মৃত জসিম উদ্দিন। তার বাড়ি কুমিল্লার লালমাই। আর রাকিবের বাড়ি ফরিদপুরের সদরপুর।