ডিজিটাল নিরাপত্তা মামলায় কিশোরের বিরুদ্ধে চার্জশিট শুনানি ১২ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ এএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার চার্জশিট গ্রহণের সিদ্ধান্ত আগামী ১২ সেপ্টেম্বর নেবেন আদালত।
ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন।
অপর ছয়জন হলেন-দিদারুল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, তাসনিম খলিল, সামিউল ইসলাম খান ওরফে সায়ের জুলকার নাইন ওরফে সামি, আশিক মোহাম্মদ ইমরান ও ওয়াহিদুন নবী।
তাদের মধ্যে কিশোর, মিনহাজ ও দিদারুল এখন জামিনে আছেন এবং অপর চার জন পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক মো. আফছার আহমেদ গত ১৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন।