কাস্টমসে ৮৭ লট পণ্যের নিলামে ১৫৪ দরপত্র জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৯ এএম, ২৮ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৫:২৫ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রাম কাস্টমসে গার্মেন্টস ফেব্রিক্স ও বিভিন্ন রাসায়নিক পদার্থসহ ৮৭ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে মোট দরপত্র জমা পড়েছে ১৫৪টি।
আহ শুক্রবার বেলা আড়াইটায় কাস্টমসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্রের বক্স খোলা হয়। নিলামে চট্টগ্রামে কাস্টমস হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত বক্সে দরপত্র জমা পড়েছে ১৪২টি। এছাড়া রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের (সদর) দফতরে স্থাপিত বক্সে দরপত্র জমা পড়েছে ১২টি।
কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, ৮৭ লট পণ্যের মধ্যে রয়েছে-সালফিউরিক এসিড, প্লাস্টিক হ্যাঙ্গার, গার্মেন্টস ফেব্রিক্স, টেক্সটাইল কেমিক্যাল, এয়ার বেড, বই, আউটডোর টাইলস, জিঙ্ক অক্সাইড, সুইচ সকেট, ম্যানস জ্যাকেট, নির্মাণ সামগ্রী, ম্যানস আন্ডারওয়্যার, এলইডি টিউব লাইট, বেবি ডায়াপার, প্যাসেঞ্জার লিফট, কম্পিউটার সামগ্রী, ক্যাপিটাল মেশিনারি, অ্যাডহেসিভ ফিল্ম, কমলা, ড্রাগন ফ্রুট, রাইচ মিলস মেশিনারি, স্পেয়ার পার্টস, অ্যামিউজম্যান্ট পার্ক ইক্যুইপমেন্ট, মোটরসাইকেল ও বাইসাইকেল টায়ার, এবং স’ ব্লেড ইত্যাদি।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. আল আমিন বলেন, নিলাম আমাদের রুটিন কার্যক্রমের একটি অংশ। করোনার প্রতিকূল পরিস্থিতিতেও আমরা নিলাম পরিচালনা করে আসছি। এছাড়া নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করে নিলাম শেডের জায়গা খালি করছি। এরই ধারাবাহিকতায় আজ (গতকাল) ৮৭ লট পণ্যের নিলাম সম্পন্ন হয়েছে।