রাতারাতি মশা নিধন করতে পারবো না : আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ এএম, ২৫ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৪০ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাতারাতি মশা নিধন করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এখনই মশা নিধন করে ফেলা যাবে, এটা বলে লাভ হবে না। এটা বাস্তব কথা। আমরা কী কী পরিকল্পনা করছি, এগুলো যদি একটা লাইনআপ করে সারাবছর চালাতে পারি, তখনই আমাদের কাজ হবে। আমরা কাজ করে যাবো, আমরা হাল ছাড়বো না।
আজ মঙ্গলবার সকালে ডিএনসিসির কনফারেন্স রুমে ডিএনসিসির স্প্রেম্যান সুপারভাইজরদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, এখন আধুনিক যত প্রযুক্তি আছে সেগুলো নিয়ে কাজ করবো। এজন্য কিটতত্ত¡বিদদের প্রতি উদাত্ত আহŸান, আপনারা আমাদেরকে বলুন কীভাবে, কোন পদ্ধতিতে মশা মারা যায়। সিটি করপোরেশনের যেমন দায়িত্ব আছে, সঙ্গে সঙ্গে নগরবাসী যারা আছেন সকলে মিলে সুন্দর ঢাকা শহর যেন গড়তে পারি, সেটাই করবো। মশক সুপারভাইজারদের হুঁশিয়ারি করে মেয়র আতিকুল ইসলাম বলেন, মশক নিধনে আর ফাঁকিবাজি করলে মশক সুপারভাইজরদের বরখাস্ত করবো। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারবো না, ভেরি সরি। মশক সুপারভাইজরদের উদ্দেশ্য মেয়র বলেন, যার নামে অভিযোগ পাবো, যে এলাকাতে দেখবো ওই এলাকাতে এডিসের প্রভাব কম আছে, অটোমেটিক্যালি সেটা কিন্তু খবরে চলে আসবে, আর যেখানে বেশি আছে এটাও অটোমেটিক্যালি খবরে চলে আসবে। সুতরাং আমি মনে করি তারপরও চ্যালেঞ্জ আছে, কিন্তু ফাঁকি যে মারবে, যে সময়মতো আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে তার জন্য চরম শাস্তি। শাস্তি একটাই, তার চাকরি নাই।
সুপারভাইজরদের উদ্দেশ্য আতিকুল ইসলাম বলেন, তুমি বেতন নিবা, তোমাকে বেতন দেবো আমরা। আর তুমি এখানে এসে ফাঁকি মারবা এটা তো হতে পারে না। এর শাস্তি হবে, তোমার চাকরি নাই, তুমি বরখাস্ত হবে। ফাঁকি ধরা পড়লেই আমি চাকরিতে রাখতে পারবো না, ভেরি সরি। নতুন লোক নিয়ে আসবো। তোমাদের পানিশমেন্ট (শাস্তি) হবে, ডিমোশন হবে, বেতন বন্ধ হয়ে যাবে, যা যা করা দরকার আমরা তা করবো। আমি করতে বাধ্য হবো, আমি চাই তোমরা এটা করাতে বাধ্য কোরো না।