বনানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার চার ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকাল সোয়া ৯টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর পানিবাহী দুটি গাড়ি যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মী বাদে হতাহত হওয়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, সে খোঁজ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে কেমিক্যালজাতীয় প্রচুর দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।’