রাজধানীতে আইস ও ইয়াবাসহ গ্রেফতার- ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১৮ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৯ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গুলশান গোয়েন্দা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের কাছ থেকে আধা কেজি নতুন মাদক ক্রিস্টাল মেথ/আইস, ৬৩ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. নাজিম উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, নাসির উদ্দিন, মোসা. শিউলি আক্তার ও মোছা. কোহিনুর বেগম। তাদের কাছ থেকে আধা কেজি আইস ও ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়িসহ সঞ্জিত দাস ও মো. হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি। এ সময় গাড়ি ভেতর থেকে আরও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গুলশান গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইয়াবা ও আইস উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।