উত্তরায় গোল্ডেন মনিরের ‘জমজম টাওয়ার’র নকশাবহির্ভূত অংশ ভাঙছে রাজউক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ এএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৫৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর অভিজাত আবাসিক এলাকা উত্তরার বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’-এর নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হচ্ছে।
আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বহুতল এ বাণিজ্যিক ভবনটির মালিক মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম।
গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় গত ২০ নভেম্বর রাতে অভিযানে যায় র্যাব। রাতভর অভিযান চালানোর পর বিপুল অর্থ, অস্ত্র ও মদসহ তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুর ১২টার পর থেকে জমজম টাওয়ারে রাজউকের ম্যাপ যাচাই-বাছাই করে অবৈধ অংশ ভাঙা শুরু হয়। নকশাবহির্ভূত অংশটুকু ভাঙার পর অভিযান সমাপ্ত হবে।