মসজিদের পুকুর দখল মুক্ত করতে গিয়ে গ্রামের লোকজনের উপর হামলা : আহত -৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬ এএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকার ধামরাইয়ে বাস্তা আদর্শ গ্রামের মসজিদের পুকুর জবর দখল মুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে নিরিহ গ্রামবাসী এতে আহত হয়েছে ৮ জন।
আজ বুধবার দুপুরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা আদর্শ গ্রামের মসজিদের পুকুর জবর দখল মুক্ত করতে গেলে জবর দখলকারী চুন্নূ, মোহাম্মদ আলী ও আলামিন গংরা পরিকল্পিত ভাবে নিরিহ গ্রামবাসীর উপর দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে হামলা চালায়।
এতে আহত হয়েছে আদর্শ গ্রামবাসীর সদস্য জরিনা (৪৫), নান্নূ (৪২), কাইয়ুম (৫০), মুসা (১৯), রশিদ (২৬), এমারত হোসেন (৪৮), জাহাঙ্গীর (৩৫), ফয়সাল (৩৫), মজিরন (৫৫) আহতদের ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে জরিনা ও মুসার অবস্থা আশংকাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা দিনকালকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের লোকজনের মামলার প্রস্তুতি চলছে।