ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ সঙ্কট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৫ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৩৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঈদুল আজহার পর রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এখন এ হাসপাতালে ৫৩১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আজ ভর্তি হয়েছেন ৯১ জন। আইসিইউতে আছেন ২০৬ জন। এসব রোগীর প্রায় ৬০ শতাংশই গ্রামের। তিনি জানান, আগে দৈনিক রোগী ভর্তির হার এবং আইসিইউতে রোগীর চাপ আরও কম ছিল। কিন্তু ঈদের পর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। আইসিইউ শয্যা খালি থাকছে না।’
হাসপাতালের পরিচালক বলেন, ‘এখন দেশে করোনা যেভাবে সঙ্কট তৈরি করেছে, সেভাবেই আমরা রোগীদের চিকিৎসা দিতে কাজ করছি। এখন হাসপাতালটির আরও ৫০০ শয্যা সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ হবে।’ সবাইকে করোনা টিকা নেয়ার আহ্বান জানিয়ে পরিচালক বলেন, ‘করোনার টিকা নিয়েছেন, এমন ব্যক্তির সংক্রমণ এবং মৃত্যুর হার খুবই কম। সবাইকে টিকা নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথায় এ সংক্রমণ কমানো সম্ভব হবে না।’ হাসপাতালের রোগী চিকিৎসায় সক্ষমতা আরও বাড়ানো হবে জানিয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এ হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে আরও ফাঁকা জায়গা রয়েছে। রোগী যদি বাড়তে থাকে, সেখানে আরও ৩০০ শয্যা স্থাপন করা যাবে। তাতেও যদি জায়গা না হয়, বাইরে তাঁবু টানিয়ে চিকিৎসা দেয়া হবে। বিনা চিকিৎসায় কাউকে ফেরত দেব না।’