হাসপাতালে টিকা নিতে এসে বিড়ম্বনায় প্রবাসীরা, হট্টগোল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:৩৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঈদের ছুটির পর হাসপাতালগুলোতে করোনা টিকা নিতে আসা মানুষের চাপ বেড়েছে। বেড়েছে রোগীর সংখ্যাও। হাসপাতালগুলোতে আইসিইউ বেড খালি নেই। তবে টিকা নিতে আসা মানুষরা অভিযোগ করেছেন নিবন্ধন করলেও টিকা দেয়ার জন্য ম্যাসেজ পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। যেসব প্রবাসীদের ফ্লাইটের ডেট কাছাকাছি তারা ম্যাসেজ না পেয়েও টিকা নিতে এসে পড়ছেন বিপাকে। কর্তৃপক্ষের সদুত্তর না পেয়ে করছেন হট্টগোল।
আজ সোমবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমন চিত্র দেখা যায়। ঢাকার বাইরে থেকে লকডাউনের মধ্যে অনেকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সেই অভিযোগও করেন। তবে হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, টিকা সবাই পাবে। কিন্তু মেসেজ পেয়েই টিকা নিতে আসতে হবে। টিকা দেয়ার ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এক হাজার টিকা দেয়ার। কিন্তু প্রবাসীদের কথা বিবেচনা করে প্রতিদিন বারোশো টিকা দেয়া হচ্ছে।