আগামীকাল কোরবানি না দেওয়ার অনুরোধ মেয়র তাপসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৩৭ এএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, অনেকেই বলেন তিনদিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। তাই আগামীকালও অনেকে কোরবানির চিন্তায় রয়েছেন। যারা এমনটি চিন্তা করছেন তাদের আজকের মধ্যেই পশু কোরবানির কাজ শেষ করতে অনুরোধ জানাই।
আজ বৃহস্পতিবার (২২জুলাই) দুপুরে নগরভবনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আজ ঈদের দ্বিতীয় দিন ৩০ শতাংশ পশু জবাই করা হয়েছে। ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গত তিনদিন ধরে পশুর বর্জ্য অপসারণসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদেরও পরিবার-পরিজন ও ঈদ রয়েছে। তাদেরও একদিন ছুটি প্রয়োজন।
এ কারণে ঈদের তৃতীয় দিনও পশু জবাই না করে আজকের মধ্যেই কোরবানির পশু জবাই শেষ করুন।
তিনি বলেন, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকাসহ রাজধানীর ৬৫ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অধিকাংশ এলাকার পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কোথাও কোথাও বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।