বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১০:২৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আগামী বুধবার (১০ জিলহজ, ২১ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদুল আজহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে।
আজ রবিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব, ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।