ভোর থেকে লাইনে, দুপুরে জানা গেলো ফাইজারের টিকা শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ এএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফাইজারের টিকার দাবিতে বিক্ষোভ করেছেন বিদেশগামী কর্মীরা। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পাওয়া যায়নি ফাইজারের টিকা। শেষে কর্তৃপক্ষ তাদের মডার্নার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও বিপত্তি জানান কর্মীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা মডার্নার টিকা নিতে রাজি হন।
আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ পরিস্থিতি তৈরি হয়। তাদের প্রায় সবাই এসএমএস পাওয়ার পর টিকা নিতে এসেছিলেন।
বিদেশগামী কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নিতে এসেছেন তারা। কেউ মাইক্রোবাস ভাড়া করে আবার কেউ কেউ লকডাউনের মধ্যে ভেঙে ভেঙে এসেছেন রাজধানীতে। এরা সবাই মূলত সৌদি আরব এবং কুয়েতগামী কর্মী। কেউ ভোর ৫টা থেকে আবার কেউ কেউ তার আগে থেকে লাইন ধরেছেন টিকা নিতে। কুয়েত থেকে গত মার্চে ছুটিতে দেশে এসেছিলেন মিরসরাইয়ের এখলাসুর রহমান। আরও কয়েকজন প্রবাসী একসঙ্গে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় এসেছেন টিকা নেয়ার জন্য।
এখলাসুর রমহান জানান, সকাল ৭টায় এসে লাইন ধরেছি। দুপুর বেলা জানলাম, ফাইজারের টিকা শেষ। এখন তারা বলছে মডার্না নিতে। তাই নিলাম। আমরা গতকাল মেসেজ পাইলাম, রাত ১২টায় রওনা দিয়ে আসছি। ওপর এক সৌদিগামী কর্মী সুমন মডার্নার টিকা নেয়ার পর জানান, আমাদের কথা ছিল ফাইজারের টিকা দেয়ার। সৌদি থেকে আমার ভাই বলে দিছে ফাইজার নিতে। এখানে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। মেসেজ পেয়ে ঢাকায় আসছি। ফাইজারের টিকা শেষ জানলাম কিছুক্ষণ আগে। টিকা শেষ শুনে অনেকেই বিক্ষোভ করছিল। পরে কর্তৃপক্ষ এসে বলছে মডার্না নেয়া যাবে। তাই এখন নিলাম। ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজিত হয়ে যান প্রবাসী কর্মীরা। তারা টিকা কেন্দ্রে হৈচৈ শুরু করেন।
পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান তাদের জানান, ফাইজারের টিকা দেয়ার সক্ষমতা যেটুকু ছিল সেটুকু আজকে দেয়া হয়ে গেছে। আপনারা চাইলে মডার্নার ভ্যাকসিন নিতে পারেন। সেটিও সৌদিআরবসহ অনেক দেশেই গ্রহণযোগ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আপনাদের মডার্নার টিকা দেয়া যাবে। এ সময় প্রবাসী কর্মীরা টিকা প্রদান কার্যক্রম নিয়ে নানা অভিযোগ তোলেন। এমনকি সেখানে দায়িত্বরত কিছু আনসার সদস্য টাকা দাবি করেন বলেও জানান তারা। টাকার বিনিময়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেয়ার ব্যবস্থা করার প্রলোভন দেখানো হয়। তবে অন্য আনসার সদস্যরা টাকা পয়সা লেনদেন করতে মানা করায় সে পথে পা বাড়াননি তারা।
এসব বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, ফাইজারের টিকা তাপমাত্রাগত জটিলতার কারণে সীমিত পর্যায়ে দেয়া হয়। আগে প্রতি কেন্দ্রে ২০০টি করে দেয়ার কথা থাকলেও আমাদের অন্তত এক হাজার করে দেয়ার কথা বলা হয়েছে। আমরা সেভাবেই দিচ্ছি। এ কারণে ফাইজারের টিকা আজকে শেষ হয়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মডার্না দিতে বলেছেন। এটাও তাদের গন্তব্য দেশে গ্রহণযোগ্য। কিন্তু তারা ফাইজারই নেবেন। তাই আমরা বলেছি, যারা মডার্না নিতে চান, তারা এখন নিতে পারেন। যারা নিতে চান না তাদের পুনরায় আসতে হবে। আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু ঘটলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।