ঢাকায় ১৭ জুলাই থেকে বসবে কোরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৪২ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ঢাকার দুই সিটি করপোরেশন থেকেই ঘোষণা করা হয়েছে যে, নগরীর বিভিন্ন জায়গায় আগামী ১৭ জুলাই থেকে কোরবানির পশুর হাট শুরু হবে।
কর্তৃপক্ষ বলেছে, ঢাকার দুই সিটি করপোরেশনেই ১৭ জুলাই থেকে ২১ জুলাই অর্থাৎ ঈদের দিন পর্যন্ত হাট চলবে। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ যাবত করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে পয়লা জুলাই থেকে দেশে চলছে একটি সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধ। এর মধ্যে গরুর হাট শুরু করা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিবিসিকে বলেছেন, সারুলিয়ায় একটা স্থায়ী হাট এবং ১০টি অস্থায়ী হাট নিয়ে ১৭ জুলাই থেকে এই হাট শুরু হচ্ছে। এই হাটগুলো চলবে ঈদের দিন পর্যন্ত।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর সিটি করপোরেশন এলাকায় একটি স্থায়ী ও আটটি অস্থায়ীসহ মোট ৯টি পশুর হাট বসবে। এই হাটগুলো ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে।
এদিকে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, সারা দেশের কোরবানির পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৪ জুলাই ৬৪ জেলার প্রশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।