ভাটারায় বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, আটক ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৮ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
আজ সোমবার ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে। গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, চক্রের মূল হোতা রহিম। তিনি একসময় অন্যের হয়ে জাল টাকার ব্যবসা করতেন। পরবর্তীতে তিনি নিজেই বাসায় কারখানা তৈরি করেছেন। তার স্ত্রী ও দুজন সহযোগী রয়েছে। এছাড়াও জাল টাকা বাজারে ছাড়ার জন্যও তার একটটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চক্রটি প্রতিমাসে বাজারে ২০ লাখ জাল টাকা সরবরাহ করতো। তবে কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার ব্যাপক চাহিদা রয়েছে। তাই তারা উৎপাদন বাড়িয়েছিল।