শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পারের অপেক্ষায় দুই শতাধিক ট্রাক-প্রাইভেট কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ এএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩১ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্স। এই ঘাটে ১৬টি ফেরির মধ্যে ১০টি চলাচল করছে। জরুরি কারণ দেখাতে পারলে পার করা হচ্ছে প্রাইভেট কার।
আজ শনিবার বেলা ১২টার দিকে এই নৌপথে এমন চিত্র দেখা যায়। ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই নৌপথে দক্ষিণবঙ্গগামী মানুষের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল আহমেদ বলেন, লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহনের মধ্যে অন্তত ১০০টি পণ্যবাহী ট্রাক। আর পারের অপেক্ষায় যেসব প্রাইভেট কার আছে সেগুলো উপযুক্ত কারণ দেখাতে পারছে। কিছু গাড়ি আছে বিদেশফেরত যাত্রী পরিবহন করছে। ফেরিতে ওঠার সময় তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি জানান, আজ ভোরে ফেরি ঘাটে আসতে বেশি সময় লাগায় যাত্রীদের জটলা বেড়ে যায়। ঘাটে ফেরি আসার সঙ্গে সঙ্গেই সবাই উঠে যায়।
মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যেসব প্রাইভেট কার, মাইক্রোবাস আসছে সেগুলো উপযুক্ত কারণ দেখাতে পেরেছে। এর মধ্যে অসুস্থ রোগী, সংবাদপত্র, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি জরুরি সেবা, বিদেশফেরত মানুষ রয়েছেন।
তিনি আরও জানান, উপযুক্ত কারণ যারা দেখাতে পারছে না তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাইভেট কার বিভিন্ন চেকপোস্টে কাগজপত্র দেখিয়ে তারপর ঘাটে আসছে।