ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৭ এএম, ৩০ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:২৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর মগবাজারে ধসে পড়া ভবনের নিচ থেকে আরেক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার পর ধ্বংসস্তূপ সরিয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হারুনুর রশিদ। তিনি ওই ভবনের কেয়ারটেকার ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন।
দেবাশীষ বর্ধন বলেন, আমরা অভিযোগ পাচ্ছিলাম হেনা নামে এক নারীর বাবা নিখোঁজ রয়েছেন। আজ দুপুর থেকে অভিযান পরিচালনার পর সাড়ে তিনটার দিকে একজনের লাশ উদ্ধার করি। উদ্ধার হওয়া ব্যক্তি হারুনুর রশিদের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই মোবাইল ফোনটি মেয়ে হেনা বেগমকে দেখালে তার বাবাকে তিনি শনাক্ত করেন। আমরা লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মৃতদেহ আমরা গ্রহণ করেছি। জানতে পেরেছি মৃতদেহটি এখানকারই কেয়ারটেকার হারুনুর রশিদের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর বিষয়ে জানানো সম্ভব হবে।
প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে ওই দিনই দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। গতকাল আরেকজনের লাশ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।