ফাইজারের টিকা দেয়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ এএম, ২২ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর তিনটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়েছে।
আজ সোমবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। টিকাদান চলবে বেলা ৩টা পর্যন্ত। তিন হাসপাতলের প্রতিটিতে ১২০ জন করে মোট ৩৬০ জনকে গতকাল টিকা দেয়া হবে।
রবিবার (২০ জুন) স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য ৭ থেকে ১০ দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে। গত ৩১ মে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আসে বাংলাদেশে। এর আগে গত ২৭ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে করোনা টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পরে ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। গত ১৯ জুন থেকে দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা।