

ধামরাইয়ে কুশুরা ভুমি অফিসে নামজারি জমাভাগে তহশিলদারের ঘুষ দাবি : অসহায় জমির মালিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ পিএম, ১৩ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১১:২১ পিএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

ঢাকার ধামরাইয়ে কুশুরা ভুমি অফিসে নামজারি জমাভাগে জমির মালিকের কাছে তহশিলদার মোটা অংকের ঘুষ দাবি করেছে।
জানাগেছে, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন ভুমি অফিসে ৮৫০৬/২০-২১ নং নাম জারি জমাভাগের ফাইল কাগজ পত্র সব ঠিক থাকা সত্বে ও জমির মালিক আব্দুল হামিদ কাছে ভুমি সহকারি কর্মকতা (তহশিলদার) মমতাজ বেগম স্বাক্ষর করতে মোটা অংকের ঘুষ দাবি করেন। ঘুষের দবিকৃত টাকা মিটাতে না পারায় ঐ জমাভাগের ফাইলটি নামঞ্জুর করে উপজেলা ভুমি অফিসে পাঠান। এতে অসহায় হয়ে পরেছে নিরিহ জমির মালিক আব্দুল হামিদ। এ দিকে কুশুরা ভুমি অফিসে প্রতিনিয়ত জমির মালিকরা নানা ভাবে হয়রানি হচ্ছে তহশিলদার মমতাজ বেগমের যোগদানের পর থেকে। এই তহশিলদারের রয়েছে নিযুক্ত মনির, ফরহাদ, শাহীন, সাইফুল, দেলোার হোসেন সহ কয়েক জন দালাল। তাদের দিয়ে ভুমি অফিসে ভিতরে করে যাচ্ছে দুনির্তী, অনিয়ম ও ঘুষ বানিজ্য। জমির মালিকরা ভুমি অফিসে কাজে গেলে কোন ব্যাক্তিকে তোয়াক্কা না করে উল্টো তাদের উপর দাপট দেখান তহশিলদারের নিযুক্ত দালালরা। তহশিলদার মমতাজ বেগমের ক্ষমতার উৎস কোথায় তা এখন ধামরাই বাশীর প্রশ্ন।
এ ব্যাপারে ভুমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মমতাজ বেগমের সাথে যোগা যোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।