চীনের টিকা ১০ ডলারেই পাচ্ছে বাংলাদেশ - পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ এএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২৬ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চীনের তৈরি সিনোফার্মের টিকা প্রতি ডোজ ১০ ডলারেই পাচ্ছে বাংলাদেশ।
আজ শনিবার এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। অপ্রকাশযোগ্য চুক্তি শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন ডোজপ্রতি ১০ মার্কিন ডলারে বাংলাদেশকে দেড় কোটি করোনা টিকা দেয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ- সিনোফার্ম। এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। পরে চীনের কাছে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেন, চীন বাংলাদেশকে জানিয়েছে বিষয়টি। আর আমরা বলেছি, ভবিষ্যতে এ রকম আর হবে না।