দ্রুততম সময়ে নগরবাসীকে জলজট মুক্ত করতে পেরেছি - আতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১০ এএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০১:৫৬ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী। এ কারণেই পহেলা জুন ঢাকায় রেকর্ড পরিমাণ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করতে পেরেছি।’
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, ‘ভিটামিন ‘এ’-এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। এছাড়া রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যু হতে পারে। তাই শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের এক হাজার ৯০৫টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৪ দিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
তিনি বলেন, ‘৬ মাস থেকে ১১ মাস বয়সী সবশিশু একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সবশিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে।
আতিকুল ইসলাম বলেন, ‘আমি কথায় নয় কাজে বিশ্বাসী বলেই পহেলা জুন ঢাকায় রেকর্ড পরিমাণ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।’
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পহেলা জুন থেকে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে, আগামী ১২ জুন পর্যন্ত তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।