ছাত্রদল সভাপতি খোকনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১১ পিএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:১৮ এএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে টিএসসি এলাকায় অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি শুরুর প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সার্জেন্ট জহুরুল হক হল শাখা থেকে ১ নং সহ সভাপতি, আ.হ.মুহাম্মদ খোকন এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃত্ব দানকারী অন্যান্যরা হলেন- মোঃ আখতার হোসেন যুগ্ম আহ্বায়ক, মোঃ শাহজাহান শাওন- যুগ্ম আহ্বায়ক, মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল- যুগ্ম আহ্বায়ক, মোঃ আনোয়ার হোসেন রিয়াজ- আহ্বায়ক সদস্য, মোঃ মাহমুদুল হাসান- সাংগঠনিক সম্পাদক, সুর্যসেন হল ছাত্রদলনেতা সহ আরও অনেকে।