১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়, অতিভারি বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ৪ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
টানা কয়েকদিন তীব্র গরমের শেষে সারা দেশেই বৃষ্টি হতে শুরু করেছে। এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের ১৮ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ ভারি বৃষ্টি অথবা অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আজ ও কাল দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এরপর এক থেকে দুইদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে।’
তিনি বলেন, দেশজুড়ে বৃষ্টির কারণে ইতোমধ্যে গরম কমে এসেছে। বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকলে গরম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
রাজধানীতে বৃষ্টিপাত সম্পর্কে ওমর ফারুক বলেন, ‘গতকাল ও আজ সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। তবে আজ বিকেলের মধ্যে ঢাকার আকাশ পরিষ্কার হয়ে যাবে। ঢাকায় কাল আবার বৃষ্টি হতে পারে।’
এদিকে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টেকনাফ ছাড়া সারাদেশে বৃষ্টি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১১৬ মিলিমিটার। ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং সোমবার (৫ সেপ্টেম্বর) সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।