পুলিশ-র্যাব হেফাজতে ১১ জনের মৃত্যু : আসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৫৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ মঙ্গলবার আসকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সাত মাসে র্যাবের হাতে গ্রেফতারের আগেই ক্রসফায়ারে নিহত হয়েছে দুইজন। গ্রেফতার দেখানোর আগে শারীরিক নির্যাতনে র্যাবের হেফাজতে একজন ও পুলিশের হাতে দুইজন, গ্রেফতারের পর শারীরিক নির্যাতনে পুলিশের হেফাজতে তিনজন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ মাসে র্যাবের হেফাজতে হার্ট অ্যাটাকে একজন, পুলিশের হেফাজতে অসুস্থতায় দুইজনের মৃত্যু হয়েছে।
আসক জানায়, প্রতিবেদনটি প্রস্তুতের জন্য তারা দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজপোর্টাল থেকে তথ্য সংগ্রহ করেছে।