নিসাথ মজুদার ফার্স্ট ক্লাস সহ হিসাব বিজ্ঞানের উপর ডিগ্রী অর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ পিএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নিসাথ মজুমদার, লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভারসিটি থেকে বিকম অনার্স, একাউন্টিং সাবজেক্ট নিয়ে প্রথম শ্রেনীতে প্রথম হয়েছে। বর্তমানে নিসাথ মজুমদার হিসাব বিজ্ঞানের উপর উচ্ছতর প্রোফেশনাল ডিগ্রি (C.A) নিয়ে অধ্যায়ন রত আছেন।
নিসাথ মজুমদার জন্মলগ্ন থেকে যুক্তরাজ্যে মাউনব্যাটান স্কুল থেকে সপ্তম শ্রেণি পযর্ন্ত পড়ার পর আস্টম শ্রেণি থেকে ঢাকার ধানমন্ডিস্থ ব্রিটিশ কলম্বিয়া স্কুল থেকে বাংলা "জিসিএস" সহ আউট অপ Eight Subject এর মধ্যে ৭টি বিষয়ে ষ্টার মার্ক সহ ডেইলি ষ্টার পদক নিয়ে "জিসিএস" এবং যুক্তরাজ্যের সাউথহ্যাম্টনস্থ টনটন কলেজ থেকে ৪টি বিষয়ে এ লেভেলের মধ্যে ২টিতে A STAR এবং ২ টিতে A সহ Hamshaire county কাউন্সিলের অধীনে গণিতের সেরা ছাত্রের এওয়ার্ড নিয়ে A Leval সম্পন্ন করেন। নিসাথ মজুমদার ইতিপৃর্বে লন্ডনের কুইনমেরী ইউনিভারসিটি থেকে 'ল' উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।
উল্লেখ্য, নিসাথ মজুমদার আন্তর্জাতিক আইনবারের সদস্য সলিসিটর মো: ইকরামুল হক মজুমদার এবং সাবেক ইউকে সিভিল সারজেন্ট, মিসেস হামিদা বেগম মজুমদারের ২ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান।