সড়কে নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৩ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:০৪ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে।
আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছেন।
এসব দুর্ঘটনায় রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক যুবক, ঝিনাইদহের শৈলকুপায় ৬ নির্মাণ শ্রমিক, জামালপুরের সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেল আরোহী, সিলেটের বিশ্বনাথ এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকাঃ রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৩৮) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি। তিনি জানান, রাত ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা এক যুবক গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহঃ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজার এলাকার শ্রীরামপুর নামক স্থানে বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন ৩ জন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং তাদের বাড়ি সদর উপজেলার কলোমনখালী গ্রামে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ এবং ঝিনাইদহ ও শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আফান উদ্দীন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হতাহতরা একটি নছিমন গাড়িতে চেপে বাড়ি ফিরছিল। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুর নামক স্থানে পৌঁছালে রাস্তা খারাপ হওয়ায় পাশ দিয়ে (রং সাইট) যেতে গেলে প্রথমে তাদের বহনকৃত নছিমনকে পেছন থেকে আসা একটি পরিবহনে ধাক্কা দেয়। এতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। পরে সেনাকল্যাণ সংস্থার একটি ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে মারা যায় ৬ জন। এছাড়া ৩ জনকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম খবরের সত্যা স্বীকার করে জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
জামালপুরঃ জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পপুলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকাল ৯টার দিকে বড়বাড়িয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সাইদুর ও আকাশ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে পৌর শহরের পপুলার মোড় বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত সাইদুর পেশায় ট্রাক্টর চালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেটঃ সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক। বুধবার দুপুর ১২টার দিকে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালক একই ইউনিয়নের মিরগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে আবদুল মতিন (২৭) ও অটোরিকশা যাত্রী দশপাইকা গ্রামের ছমক আলীর ছেলে কবির হোসেন (২৬) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে স্থানীয় দশপাইকা অটোরিকশা স্ট্যান্ড থেকে বিশ্বনাথ-রামপাশা সড়ক দিয়ে সাইদুল ও কবিরকে নিয়ে বিশ্বনাথ সদরে আসছিল সিএনজিচালিত নম্বরবিহীন অটোরিকশাটি। ওই সড়কের নরশিংপুর নামক স্থানে এসে সামনে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা জুবায়ের পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন সেটির যাত্রী সাইদুল ইসলাম। গুরুতর আহত হন চালক মতিন ও অপর যাত্রী কবির।