শৈত্যপ্রবাহ ছাড়াই ঠান্ডার দাপট
বাংলাদেশ শৈত্যপ্রবাহ ছাড়াই ঠান্ডার দাপট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ এএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৫ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শ্রীমঙ্গল ছাড়া দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। কিন্তু রাজধানীসহ সারাদেশে বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে। এরপর আবার কিছুটা কমবে তাপমাত্রা।
তাপমাত্রা সাধারণত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আবহাওয়াবিদরা তাকে শৈত্যপ্রবাহ হিসেবে উল্লেখ করেন। বর্তমানে শুধু শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। ওই এলাকায় গতকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল তাপমাত্রা কিছুটা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি। এছাড়া দেশের প্রায় সব এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে যায় বলে এমনটি হচ্ছে।’
তাপমাত্রা কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বলেন, বাংলাদেশের ওপর একটি ঘূর্ণিবায়ু (লঘুচাপ) আছে। ৪-৫ জানুয়ারি ওই ঘূর্ণিবায়ু থাকবে না, ঠান্ডা বাতাস ঢুকবে। তখন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
এছাড়া পরবর্তী ৪৮ ঘন্টা বা দুই দিনের আবহাওয়ার সম্ভাব্য অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে এই অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।