সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০২ এএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:৩৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে।
আজও ১৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সদস্যসহ ৭ জন, পাবনার ঈশ্বরদীতে পৃথক দুর্ঘটনায় ৩ জন, খুলনায় বালু ব্যবসায়ী, শরীয়তপুরে ট্রাকচাপায় যুবলীগ নেতা, নওগাঁর পত্নীতলায় ২ জন, গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ভ্যানচালক ও বান্দরবানে এক মহিলা নিহত হয়েছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন দিনের নবজাতকসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ সাতজন মারা গেছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের পেচুয়ালেঞ্জী গ্রামের ফারুক হোসেন (৩০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৩), তাদের তিন দিন বয়সী নবজাতক শিশু, ফারুকের বোন জুলেখা খাতুন, ভাই নিজাম উদ্দিন (৩২) এবং ভাবি জোসনা বেগম। অটোরিকশা চালকের নাম রাকিবুল হাসান (৩০) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ নিহতদের স্বজন মাসুম বলেন, ‘তিন দিন আগে ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে মাসুমা একটি পুত্রসন্তানের জন্ম দেন। আজ সকালে সবাই ওই নবজাতকের বাড়িতে যান। সিএনজিতে করে বাড়িতে ফেরার পথে নবজাতকসহ ঘটনাস্থলেই সবাই মারা যান।’ এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘দুপুরের দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহ জালাল পরিবহনের একটি বাস নেত্রকোনাগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার সাতজন মারা যান। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন। নিহতের মধ্যে তিন দিন বয়সী নবজাতকসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। তাদের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে।’ প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া জানান, বাসটি একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাটি সামনে চলে আসে। অটোরিকশাটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রায় ১০০ গজ দূরে ছেঁচড়ে আসে। আমরা দৌড়ে গিয়ে দেখি, একজন একটু নড়াচড়া করছে। আর বাকি সবাই মারা গেছেন। ওই কজনকে টেনে বের করে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে তুলতে গিয়ে দেখি তিনিও মারা গেছেন।’
পাবনা: পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ রোববার তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে উপজেলার পাকশী লালন শাহ সেতুর গোলচত্বরে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আরেকটি দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত এক নছিমন চালকের মৃত্যু হয়েছে। লালন শাহ সেতুর কাছে নিহত দুজন হলেন ভেড়ামারা উপজেলার চরদামুকয়ি গ্রামের আবদুল খালেক (৩৩) ও পশ্চিম বাহিরচর গ্রামের আনিছুর রহমান (৪৪)। তাঁরা নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক ছিলেন। তাঁরা কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রূপপুরে যাচ্ছিলেন। এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, নছিমনে পাঁচজন শ্রমিক ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে লালন শাহ সেতু পার হওয়ার সময় টোল প্লাজা গোলচত্বরে গিয়ে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনে থাকা পাঁচ শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়া নছিমনটি পুলিশি হেফাজতে আছে। তবে চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। এদিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর এলাকায় আওতাপাড়া-পাকশী সড়কে ট্রাকের ধাক্কায় আবদুর রহমান (৪৫) নামের শ্যালো ইঞ্জিনচালিত নছিমন চালকের মৃত্যু হয়। তাঁর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামে। তিনি আওতাপাড়া থেকে নিজের গ্রামে যাচ্ছিলেন। ঈশ্বরদী থানার ওসি বলেন, আবদুর রহমান নছিমনে করে মাছ বিক্রি করেন। পাবনার বিভিন্ন এলাকায় মাছ বিক্রি শেষে তিনি সকাল ১০টার দিকে খালি নছিমন নিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুতগামী একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নছিমনটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
খুলনা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত বিল্লাল হোসেন শিকদার ঝিনাইদহ সদর থানার রহমান শিকদারের ছেলে। বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বালুর ব্যবসা করতেন তিনি। খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, রোববার সকালে বিল্লাল মোটরসাইকেলে চুকনগর যাচ্ছিলেন।বালিয়াখালী এলাকায় পৌঁছালে খুলনাগামী একটা বাস তাকে চাপা দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রেজাউল জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর কাশেমবাজার এলাকায় ট্রাকচাপায় শাখাওয়াত শিকদার (২৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন জামাল শিকদার (৩৫) নামে আরও একজন। আজ রোববার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাখাওয়াত শিকদার সদর উপজেলার উত্তর ভাষানচর গ্রামের আবদুল কুদ্দুস শিকদারের ছেলে। তিনি আংগারিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক এবং পেশায় নির্মাণ শ্রমিক। আহত জামাল শিকদার একই এলাকার আমজাদ শিকদারের ছেলে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে কাজে যাওয়ার উদ্দেশে জামালের ভ্যানে করে জেলা সদরের দিকে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক শাখাওয়াত। পথে কাশেমবাজারের কাছে চট্টগ্রাম থেকে খুলনাগামী রড বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি ট্রাকের নিচে চলে যায় এবং ভ্যানচালক জামাল ও যাত্রী শাখাওয়াত গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক ভ্যানযাত্রী শাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। জামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নওগাঁ : নওগাঁর পত্নীতলায় নজিপুর সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় দুই মটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে। জানা গেছে, সাপাহার উপজেলার হলাকান্ত গ্রামের শফিকুল ইসলামের পুত্র মটরসাইকেল চালক টাইমপাশ (২৭) ও তার সহ আরোহী সাপাহার ঘোলাদিঘী এলাকার মৃত কফিল উদ্দীনের পুত্র আলতাফ (৬৫) একটি ডিসকভার মটর সাইকেল চালিয়ে নজিপুর থেকে সাপাহার যাবার সময় পত্নীতলার কঞ্চিপুকুর এরাকায় একটি দাড়িয়ে থাকা ট্রাকটরের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ অবস্থায় স্থানীয়রা তাদেও উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত বলে ঘোষনা করে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ যোগাযোগ করলে তিনি দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাফিদুল শেখ (৫০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ সেলিম রেজা জানান, গোপালগঞ্জ গামী একটি দ্রুতগতির পিক-আপ মিল্টন বাজার এলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ভ্যান চালক শাফিদুল মারাত্মক আহত হয়। আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে শাফিদুলের মৃত্যু হয়। শাফিদুল কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত নূরউদ্দিনের ছেলে।
বান্দরবান : বান্দরবান শহরের আমতলীতে আজ রোববার সড়ক দুর্ঘটনায় এত মহিলা নিহত হয়েছেন।