সাংবাদিক সৈয়দ আকরামের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ এএম, ২৬ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৪১ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
দৈনিক দিনকালের সাবেক সিনিয়র সাব-এডিটর সৈয়দ আকরাম আর নেই। তিনি আজ শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পাঁচ সপ্তাহ আগে সৈয়দ আকরামের খাদ্যনালীতে টিউমার ধরা পড়ে। তিনি প্রাথমিকভাবে যশোরে চিকিৎসা নেন। সম্প্রতি তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। সৈয়দ আকরাম ১৯৮৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দৈনিক দিনকালে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাংবাদিকতা করেছেন ঢাকার দৈনিক আজাদ ও দৈনিক জনপদ এবং খুলনার তৎকালীন সাপ্তাহিক স্বাধিকার ও সাপ্তাহিক স্বকাল পত্রিকায়। ১৯৬৩ সালে তাঁর সাংবাদিকতা শুরু তৎকালীন দৈনিক আজাদের খুলনা জেলা প্রতিনিধি হিসেবে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি ঢাকায় দৈনিক জনপদে যোগ দেন সহ-সম্পাদক হিসেবে। চার বছর পর ১৯৭৬ সালে ফিরে যান দৈনিক আজাদে। ১৯৭৯ সালে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন খুলনা-৪ (তেরখাদা-দীঘলিয়া-রূপসা) আসন থেকে। পরে ন্যাপের অন্যদের সঙ্গে তিনিও যোগ দেন বিএনপিতে। নির্বাচিত হন খুলনা নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক। রাজনীতির কারণে তিনি ফিরে যান খুলনা। পাশাপাশি যুক্ত হন সৈয়দ ঈসা সম্পাদিত সাপ্তাহিক স্বকালে। ১৯৮৯ সালে ঢাকায় ফিরে এসে যোগ দেন দৈনিক দিনকালে। ২০১৯ সাল পর্যন্ত ছিলেন দৈনিক দিনকালের সিনিয়র সহ-সম্পাদক।
তাঁকে নড়াইলের লোহাগড়া উপজেলার ধলোইতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।