জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১৮ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৯৯৯ সালের ১৮ অক্টোবর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে জেডআরএফ প্রতিষ্ঠা করেন। যা ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও সেবামূলক প্রতিষ্ঠান। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগানকে ধারণ করেই গরিব এবং অসহায় মানুষের মাঝে ছুটে চলেছে জেডআরএফ। ইতিমধ্যে মানবসেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারাদেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি।
তারেক রহমান জেডআরএফের প্রেসিডেন্ট এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার সংগঠনের নির্বাহী পরিচালক। জেডআরএফের মাধ্যমে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের একই ছাতার নিচে এনেছেন তারেক রহমান। তিনি বাবার মতো বিশ্বাস করেন যে, দেশ থেকে দারিদ্র্য দূর করতে না পারলে মানুষের মুক্তি নেই। তাই তিনি জেডআরএফ প্রতিষ্ঠা করেন।
সংশ্লিষ্টরা জানান, জেডআরএফ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই গরিব ও দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে আসছে। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস-মুরগি ও সেলাই মেশিন বিতরণ, বহু চিকিৎসা ও সেবাদান কেন্দ্র স্থাপন, শীতবস্ত্র বিতরণ, সামাজিক বনায়ন, শস্যবীজ সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ পুনর্বাসনসহ বিভিন্ন কর্মসূচি পালিত ও প্রকল্প গৃহীত হয়েছে। বিশেষ করে দেশে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে তখনই জেডআরএফ তার সাধ্যমতো মানবসেবায় আত্মনিয়োগ করেছে।
সম্প্রতি করোনাকালে মানবসেবার অংশ হিসেবে সচেনতামূলক লিফলেট বিতরণ, সার্বক্ষণিক জরুরি হটলাইন চালু, দেশের সকল বেসরকারি হাসপাতালে পিপিই ও ফেসবুকে স্বাস্থ্যসেবা প্রদান, হাত ধোয়ার বেসিন স্থাপন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জীনাণুনাশক ছিটানো, গরিবদের মাঝে খাদ্য বিতরণ, টেলিমেডিসিন সেবা, হোম হেলথ সার্ভিস কার্যক্রম পরিচালনা করেছে।
বিভিন্ন কর্মকান্ড প্রসঙ্গে জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে দেশনায়ক তারেক রহমান সবসময় পাশে ছিলেন। তার নির্দেশে জেডআরএফ সম্প্রতি মহামারী করোনার সংকটেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে।
জেডআরএফকে বিভিন্ন সংকটে হতাশার সাগরে ছুটে চলা মানবতার বিশাল রণতরী আখ্যা দিয়ে তিনি বলেন, করোনাভাইরাসের সংকটকালে দেশে মানবসেবায় অনন্য নজির স্থাপন করেছে জেডআরএফ। যার সুফল ভোগ করছে দেশ-বিদেশের অসংখ্য মানুষ। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু হতেই দুঃস্থ, অসহায়, গরিব ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
করোনার দুর্যোগপূর্ণ সময়ে জেডআরএফ মানবসেবায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। কিন্তু ফেব্রুয়ারির শেষদিক হতেই করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটসহ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য বিতরণ শুরু করে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারাদেশেই অসংখ্য কর্মকান্ড পরিচালনা করা হয়।
জেডআরএফের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেডআরএফের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন ফরহাদ হালিম ডোনার। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজার জিয়ারত এবং আগামীকাল জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।