বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করায় বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ এএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:২১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসেবে খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করায় তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের চলতি দায়িতে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে লাখো মানুষের উপকারে কলেরা আর টাইফয়েডের টিকার উন্নয়নে তাঁর নিবেদিত ভূমিকার জন্য ম্যাগসাইসাই পুরস্কার লাভ করায় আমি ড. ফেরদৌসী কাদরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর গবেষণা কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভে বাংলাদেশের মানুষ আনন্দিত ও গর্বিত। ফেরদৌসী কাদরী টিকা নিয়ে যেমন গবেষণা করেছেন, তেমনি তা কম মূল্যে জনসাধারণের কাছে সহজলভ্য করেছেন। এজন্য আমি তাঁকে বিশেষভাবে ধনবাদ জানাই। অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী কাদরীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন- ভবিষ্যতেও তিনি দেশের জন্য এ ধরণের গবেষণায় আত্মনিয়োগ করবেন এবং সুনাম বয়ে আনবেন। তাঁর এই অনন্য কীর্তি উদীয়মান বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী কাদরীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর অভিনন্দন বার্তা : আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী কলেরা ও টাইফয়েডের টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী মূল্যে টিকা সহজলভ্য করে লাখো মানুষের প্রাণ রক্ষায় কাজ করার জন্য এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব অভিনন্দন বার্তায় বলেন, কলেরা ও টাইফয়েডে আক্রান্ত মানুষের উপকারে টিকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা এবং কৃতকার্য হওয়ার স্বীকৃতিস্বরূপ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভের জন্য ফেরদৌসী কাদরী সমগ্র জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। গবেষণায় তাঁর সাফল্যে দেশবাসী গর্বিত। একজন কীর্তিমান বিজ্ঞানী হিসেবে তিনি আগামীতেও এধরণের গবেষণায় মনোনিবেশ করে দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি কায়মনোবাক্যে ফেরদৌসী কাদরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।