শ্রমিক অধিকার : সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০১ এএম, ৬ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১৮ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে বৈশ্বিক শ্রম অধিকারবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি)। সম্প্রতি প্রকাশিত অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে এ তালিকায় রাখা হয়েছে। ‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০২১’ শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বের মোট ১৪৯টি দেশের শ্রম অধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়া শীর্ষ ১০ খারাপ দেশের তালিকায় রয়েছে- বেলারুশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, হন্ডুরাস, মিয়ানমার, ফিলিপাইন, তুরস্ক ও জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে বেলারুশ ও মিয়ানমার এই তালিকায় প্রথম যুক্ত হলো। এছাড়া টানা অষ্টম বছরের মতো শ্রমিকের অধিকার বিবেচনায় বিশ্বের সবচেয়ে খারাপ অঞ্চল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা।