ইউনিভার্সিটি অব ল থেকে বার এট ল'এ পাশ করলেন মো: আখতার মাহমুদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৫৫ পিএম, ২৫ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:২৪ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
মো: আখতার মাহমুদ ইউনিভার্সিটি অব ল থেকে লিংকনস ইনের অধীনে বার এট ল পরীক্ষায় পাশ করেছেন। তিনি বীর মুক্তিযাদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক আজিজুল হক কলেজের নির্বাচিত জি এস, ৬ দফা ১১ দফা আন্দোলনের সম্মুখ কাতারের কর্মী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শেরপুর থানা অস্ত্রাগার লুটের নায়ক ও প্রাক্তন ব্যাংকার, শাহজাহানপুর থানার চুপিনগর ইউনিয়নের কুষ্টিয়া গ্রামের ফকির বাড়ির জমিদার কলিম উদ্দিন ফকিরের প্রপৌত্র মরহুম আলহাজ রইচ উদ্দিন ফকিরের জৈষ্ঠ পুত্র মরহুম আব্দুর রশিদ বাচ্চুর জ্যেষ্ঠ পুত্র। তিনি কলেজ-বিশ্ববিদ্যালয় জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার প্রকাশণা সম্পাদকের দায়িত্বে আছেন।
শিক্ষাজীবনে তিনি বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক(সম্মান) ও প্রথম শেণীতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি সাউথপয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা ও বগুড়া আদর্শ মহাবিদ্যালয়ে দর্শনে প্রভাষক হিসাবে শিক্ষকতা করেন। তিনি ২০০০ শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে দি সিটি ব্যাংক লিমিটেড এ চাকুরিতে যোগদান করেন। নির্বাহি কর্মকর্তা হিসাবে সিটি ব্যাংকে কর্মরত থাকা কালীন অবস্থায় তিনি উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য গমন করেন । সেখানে আইন বিষয়ে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ল থেকে আইন বিষয়ে পড়াশুনা করেন ও অনারেবল সোসাইটি অব লিংকনস ইন এর অধীনে বার এট ল ডিগ্রী সমাপ্ত করেন।
প্রখ্যাত সাংবাদিক বিবিসি সাবেক বাংলা বিভাগের প্রধান মরহুম সিরাজুর রহমানের সম্পাদনায় তাঁর লেখা রাজনৈতিক গ্রন্থ বাংলাদেশী জাতীয়তাবাদ ও তারেক রহমান সুধি মহলে প্রশংসিত হয়েছে। তিনি অধুনালুপ্ত অনলাইন নিউজ পোর্টাল দেশভাবনা ডট কমের নির্বাহী সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দৈনিক দিনকালের যুক্তরাজ্য প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। তিনি তার এ সাফল্যে পরিবার, বন্ধু, শিক্ষক সহ সকলের কাছে কৃতজ্ঞ। তিনি সকলের দোয়া প্রার্থী।