চিরনিদ্রায় শায়িত হলেন মিষ্টি মেয়ে কবরী, মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ১৮ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সারাহ বেগম কবরী। আজ শনিবার বাদ জোহর করোনার স্বাস্থ্যবিধি মেনেই এই কিংবদন্তির দাফনকাজ সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কবরীর পুত্র শাকের চিশতীসহ তার পরিবারের অনেক সদস্য, আত্মীয়-সহকর্মীরা। কবরীর লাশ জোহরের আগেই নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থান এলাকায়। সেখানেই জানাজা সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কবরীকে। তার আগে করোনায় আক্রান্ত হয়ে ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবরী। সেখান থেকে তার লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়। সকালে লাশ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর আল মারকাজুলে। গোসল শেষে গুলশান-২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেয়া হয় কবরীকে। সেখানে তাকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী, চলচ্চিত্র ও রাজনীতির আঙিনার অনেক সহকর্মী৷
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক:
দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়ে গতরাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। দক্ষ এই অভিনয় শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন। অসংখ্য বাংলা ছায়াছবিতে অভিনয় করে তিনি বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন। তিনি তাঁর উত্তরসুরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সারাহ বেগম কবরী’র ইন্তেকালে দেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরন হবার নয়।
বিএনপি মহাসচিব বলেন, আমি সারাহ বেগম কবরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।