কাজী হায়াৎ আইসিইউতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৩ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩৬ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে দেশের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ-কে।
আজ সোমবার (২২ মার্চ) ভোর ৬টায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
দেশ বরেণ্য এই নির্মাতাকে আইসিইউতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার কারণে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বয়সের কারণে করোনার ধকলটা সামলাতে পারছেন না।
তার অবস্থা এই ভালো এই মন্দ। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন বাবা আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসেন।
গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর ৬ মার্চ সস্ত্রীক করোনায় আক্রান্ত হন তিনি। তারা দুজনই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১০ মার্চ কাজী হায়াৎ স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।
তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয় কাজী হায়াৎ-কে। সেখানে এতোদিন সাধারণ কেবিনেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।