ক্লোজআপ ওয়ান তারকা লিজার দিনকাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১৬ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:০৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ক্লোজআপওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা এরইমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। পাশাপাশি বছরজুড়েই তিনি ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। এর বাইরে প্লেব্যাকও করছেন নিয়মিত।
এদিকে করোনার শুরুর কয়েক মাস কাজ থেকে দূরে ছিলেন তিনি। তবে এখন ফের নিয়মিত হয়েছেন স্টেজে ও নতুন গানে। সব মিলিয়ে কি অবস্থা? কেমন চলছে দিনকাল? লিজা বলেন, ভালো আছি। তবে অনেক প্রিয় মানুষেরা চলে যাচ্ছেন পৃথিবী থেকে।
কদিন আগেই শ্রদ্ধেয় সংগীতশিল্পী জানে আলম চলে গেলেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আমাদের প্রিয় দুই মিউজিশিয়ান পার্থ গুহ ও হানিফ আহমেদ মারা গেলেন। হানিফ ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে। অত্যান্ত ভালো একজন মানুষ ছিলেন।
দোয়া করি যেন আল্লাহ তাদের পরিবারকে শোক সইবার শক্তি দান করেন। আসলে কোনো কিছুই তো থেমে থাকে না। কাজও করে যেতে হবে। তবে যে চলে যায় তার স্মৃতি গেঁথে থাকে আজীবন। স্টেজ কি পুরোদমে শুরু হলো তাহলে? লিজা উত্তরে বলেন, আাগের মতো শুরু হয়নি। ধীরে ধীরে স্টেজ শো বাড়ছে।
আমি নিজেও গত কিছুদিনে বেশ কিছু শো করেছি। আবার সব স্বাভাবিক হয়ে স্টেজ শো আগের মতো হোক সংগীতশিল্পী হিসেবে সেটাই চাওয়া। নতুন গানের কি খবর? লিজা বলেন, নতুন গান হচ্ছে। কদিন আগেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা ভাষা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছি ভিডিওসহ।
এছাড়া ‘আমার গরুর গাড়ীতে’ গানটি নতুন করে করেছি। এর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। বেশ সুন্দর আয়োজনে এর ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো। এর বাইরে ‘রঙ্গিলা বন্ধু’ শিরোনামের একটি গানও করেছি সম্প্রতি।
আরো কয়েকটি গান করছি নতুন, এগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করবো। ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? লিজা বলেন, করোনার কারণে সব কিছুরই ক্ষতি হয়েছে। শিল্পী-মিউজিশিয়ানরাও ক্ষতির মুখে পড়েছেন।
তবে ধীরে ধীরে সবার অংশগ্রহণের মাধ্যমে অবস্থা আবার স্বাভাবিক হবে বলেই আশা রাখি।