একুশে পদক পাচ্ছেন কুষ্টিয়ার কৃতি সন্তান প্রখ্যাত অভিনেত্রী সুজাতা আজিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ১২:২০ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম।
কুষ্টিয়ার সন্তান বাংলাদেশের প্রখ্যাত রুপবান খ্যাত এই অভিনেত্রী, বিভিন্ন সময়ে একের পর এক সম্মাননা পেয়েছেন বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায়। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্রে আজীবন সম্মাননার পর এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরুষ্কার, একুশে পদক পাচ্ছেন রুপবান খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিম।
জানা গেছে, শিল্পকলার ছয় জনসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান এর স্বীকৃতিস্বরূপ তিন ভাষা সৈনিক, তিন মুক্তিযোদ্ধা, তিন সাহিত্যিক, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি ও আলোকচিত্রে একজন করে মোট ২১ জনকে এবছর একুশে পদক দেওয়া হচ্ছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ২১ জনের নাম ঘোষণা করা হয়।
এর মধ্যে বিনোদনে পাচ্ছেন ছয়জন। তারা হলেন- সংগীতে একুশে পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী ও আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।