টলিউডে ফের জিতের নায়িকা মিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৫ পিএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:১৩ পিএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আবারও কলকাতার সুপারস্টার জিতের নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশ বিদ্যা সিনহা মিম। সিনেমাটির নাম ‘মানুষ’।
এর আগে সেখানকার ‘সুলতান-দ্য সেভিয়ার’ নামের একটি সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন মিম। এটি হতে যাচ্ছে টলিউডে মিমের দ্বিতীয় সিনেমা।
জানা গেছে, জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। এর গল্পও নির্মাতা সঞ্জয়ের। গেল ৩০ নভেম্বর জিতের জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় এর শুটিং শুরু হবে। শুটিংয়ে অংশ নিতে গত মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিম।
মিম জানান, সিনেমাটিতে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। যার নাম মন্দিরা। যিনি পুলিশের এসিপি। শুটিংয়ের আগে দুদিন ধরে মন্দিরা চরিত্র নিয়ে অনুশীলন ও লুক সেটের কাজ করেছেন তিনি।
প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন সিনেমাটির শুটিং হবে। জিৎ ও মিম ছাড়াও এতে আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ।