শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৫ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৮ পিএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভারতের টলিউড পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা লেগে থাকে সবসময়। আর এবারের আলোচনা নিজের মামলার বিপরীতে মামলার সম্মুখীন অভিনেত্রী নিজেই।
শ্রাবন্তী এবং রোশানের বিবাহ-বিচ্ছেদের মামলা চলমান। এমন পরিস্থিতিতে মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করায় মামলা করেছেন রোশান।
বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। যা মেলেনি নির্বাচন করার সময় অভিনেত্রী যে আয় দেখিয়েছিনে তার সাথে। তথ্য প্রমাণিত হলে জেলও হতে পারে শ্রাবন্তীর।