‘তাণ্ডব’ করে গ্রেপ্তারের মুখে পরিচালক-তারকারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৭ পিএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:১৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিয়াল ‘তাণ্ডব’। অভিনয় করেছেন সাইফ আলী খান, ডিম্পল কাপাডিয়া, জিশান আয়ুব, কৃতিকা দিনো মোরিয়ার মতো তারকারা। সিরিজটি জনপ্রিয়তার তকমা পেলেও পেছনে লেগে আছে নানা অভিযোগ। এর মধ্যে সবচেয়ে বড়টি হলো ‘হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত’। সিনেমার মাধ্যমে আরও কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে, যেটি ভারত সরকারের ভূমিকায় দাগ ফেলতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সিরিজটির বিরুদ্ধে এ যাবৎ কয়েকটি মামলা হয়েছে। গ্রেপ্তারের আর্জি জানানো হয়েছে তাণ্ডব’র তারকা ও পরিচালককে। গ্রেপ্তার এড়াতে তারাও সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন। কিন্তু তা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। একই দিন বেশ কয়েকজন অভিনেতা তাদের আগাম জামিনের জন্য হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন।
বলিউড নাউ জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সদ্য মুক্তিপ্রাপ্ত আমাজন প্রাইমের তাণ্ডব ও এর কলাকুশলী, নির্মাতাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আদালতে পিটিশন দাখিল করের অভিনেতা জিশান আয়ুব, আমাজন ক্রিয়েটিভ হেড অপর্ণা পুরোহিত এবং এই সিরিজটির নির্মাতা হিমাংশু কিষান মেহরা। সারা দেশে যে কয়টি মামলা হয়েছে, সেগুলো যাতে মুম্বাইয়ের আদালতে স্থানান্তরিত করা হয়, সে আর্জিও জানান তারা।
কিন্তু বুধবার সেই মামলার শুনানিতে দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত পিটিশনটি খারিজ করে দেয়। পাশাপাশি আগাম জামিন বা এফআইআর তুলতে তাদের হাইকোর্টে যেতে নির্দেশনা দেওয়া হয়। সব মামলা এক আদালতে আনতেও নোটিশ জারি করেছেন আদালত।
এনডিটিভি বলছে, অভিনতা সাইফ আলি খান, জিশান আয়ুবের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা করা হেয়েছে পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে। বাদ যাননি ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান। তাকের গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টার তরফেও হুঁশিয়ারি দিয়ে টুইট করা হয়েছে। গ্রেপ্তারের জন্য তাণ্ডবের কলাকুশলীদের তৈরি থাকতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে তাণ্ডব নির্মাতারা টুইট করে ক্ষমাও চেয়েছিলেন। বিতর্কিত অংশ বাদও দিতে চেয়েছিলেন, কিন্তু ‘রা’ করেননি বিক্ষুব্ধরা।