কৌতুক অভিনেতা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৩ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুর মেট্রেপিলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন আজ রোববার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘রনির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার চিকিৎসার বিষয়ে আজ দুপুরে মেডিকেল বোর্ড বসবে। এরপর বিস্তারিত বলা যাবে।’
এর আগে গতকাল শনিবার এই চিকিৎসক জানান, আবু হেনা রনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। তার শ্বাসনালি সামান্য পুড়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ চার জন দগ্ধ হয়েছেন। পরে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
কৌতুক অভিনেতা আবু হেনা রনির ম্যানেজার সাদিক আল হাসান জানান, গাজীপুর মেট্রোপলিটনের চার বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন রনি। সেখানে গ্যাস বেলুন থেকে একটি বিস্ফোরণ হয়। তখন পাশেই দাঁড়িয়ে থাকা রনিসহ আরও কয়েকজন পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। রনি ও কনস্টেবল জিল্লুরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।