বাংলাদেশি নায়কের কোরিয়ান সিনেমা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৩ পিএম, ২৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পরিচালক সিন দং ইলের ‘বান্ধবী’ সিনেমাটি মুক্তি পায় ২০০৯ সালে। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন বাংলাদেশি অভিনয়শিল্পী মাহবুব আলম। কোরিয়ান এ সিনেমাটি বাংলা ভাষায় নিয়ে আসছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি।
এ ছবিতে অভিনয় করা বাংলাদেশি অভিনয়শিল্পী মাহবুব আলম কোরিয়ান ‘মাহবুব লী’ নামে পরিচিত। ‘বান্ধবী’ সিনেমায় তার অভিনীত চরিত্রের নাম করিম।
কোরিয়ান ভাষার এই ফিচার ফিল্মে অভিনয় করার জন্য সে দেশের ভাষা শিখতে বেশ ধকল পোহাতে হয় বাংলাদেশি এই নায়ককে।
সে দেশের অভিনয়শিল্পীদের সঙ্গে মানিয়ে নিতে ১২ কেজি ওজনও কমান তিনি। ছবিতে দেখা যায়, পারিবারিক অশান্তিতে জীবন নিয়ে হতাশায় থাকা গল্পের নায়িকা মিন সুকে।
ঘটনাক্রমে সেই কোরিয়ান মেয়ের দেখা হয়ে যায় বাংলাদেশি করিমের সঙ্গে। ভিনদেশে করিম তার বকেয়া টাকা আদায় করতে মিন সুর সাহায্য নেয়। আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শেষ পর্যন্ত তারা জীবনে সফল না ব্যর্থ হয়, তা নিয়েই গল্পের কাহিনি এগিয়ে চলে।
সিনেমাটি কোরিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার পর আলোচিত হয়ে ওঠে। তবে এবার বাংলাদেশে এই সিনেমা মুক্তি পাওয়ায় বেশ আনন্দ প্রকাশ করেছেন সিনেমার পরিচালক সিন দং ইল।
সিনেমায় মাহবুব লীর সঙ্গে আরও অভিনয় করেছেন জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লি ইল হু-সহ অনেকে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে প্রদর্শিত হবে এই জনপ্রিয় কোরিয়ান সিনেমাটি।