প্রতারণার অভিযোগ গৃহিণীর, পাল্টা জিডি করলেন তৌসিফ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৩ এএম, ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:২১ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
২৪ ঘণ্টা পার হতে না হতেই অভিযোগকারী সেই নারীর বিরুদ্ধে পাল্টা সাধারণ ডায়েরি (জিডি) করলেন অভিনেতা তৌসিফ মাহবুব। রাজধানীর ধানমন্ডি থানায় শামসুন্নাহার কনা নামে সেই নারীর বিরুদ্ধে জিডি করেছেন তিনি। তৌসিফ মাহবুবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ শামসুন্নাহার কনা এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন তৌসিফ।
তবে ওই গৃহিণীর অভিযোগ মিথ্যা উল্লেখ করে ধানমণ্ডি মডেল থানায় পাল্টা সাধারণ ডায়েরি করেছেন তৌসিফ। ১৭ জানুয়ারি (রোববার) মধ্যরাতে থানায় হাজির হয়ে তিনি জিডিটি করেন। যার নম্বর ৮৬৮।
সাধারণ ডায়েরিতে তৌসিফ উল্লেখ করেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের গৃহিণী যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিনেতার মান সম্মান খুন্ন করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই জিডি করা হয়েছে তার বিরুদ্ধে।
তৌসিফের সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে গণমাধ্যমকে তৌসিফ জানান, ‘আমি মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছি। আমার মানহানি হয়েছে। এ দায়ভার কে নেবে? আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয়, সেটার দায়ভার আমার না। আমি সাইবার ক্রাইমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি।’
এদিকে, শামসুন্নাহার কনা অভিযোগ প্রসঙ্গে হাতিরঝিল থানার জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আতাউল বলেন, ‘শনিবার এমন একটি অভিযোগ পেয়েছিলাম। প্রাথমিকভাবে অভিযোগটির সত্যতা পাওয়া যায়নি। ওই গৃহিণী যে আইডি লিংক ও নম্বর দিয়েছিলেন, সেটা অভিনেতা তৌসিফ মাহবুবের নয়। কেউ তৌসিফ পরিচয়ে ভুয়া আইডির মাধ্যমে ওই গৃহিণীর কাছ থেকে টাকা নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওই গৃহিণী ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে- এটা সত্যি। তবে সেটা কার অ্যাকাউন্ট তা জানতে এবং মূল অপরাধীকে ধরতে আমরা কাজ করছি।’