ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যা সিনহা মিম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫২ পিএম, ১৩ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৫৪ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই’। অনম বিশ্বাসের পরিচালনায় এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন গায়ক-অভিনেতা প্রীতম হাসান, সাকিব বিন রশিদ ও ইরেশ যাকেরসহ অনেকে।
ছবিটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী। জানতে চাইলে মিম বলেন, ‘পরিচালক অনম বিশ্বাসের কাজগুলো বরাবরই আলাদা। আর ইরেশ যাকেরের অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। পাশাপাশি গানের শিল্পী প্রীতমও ভালো অভিনয় করেন, তার প্রমাণ ইতিমধ্যেই দর্শকরা পেয়েছেন। সব মিলিয়ে দারুণ হয়েছে। “হোয়াট দ্য ফ্রাই” ছবির শামা চরিত্রটি আমার ক্যারিয়ারের জন্য নতুন। তাই কাজটি করে বেশ আনন্দ পেয়েছি। আর দর্শকদের প্রত্যাশা পূরণ হওয়ায় বেশ ভালো লাগছে।’
‘হোয়াট দ্য ফ্রাই’ ছবির গল্পটি কি আপনার কাছে চেনাজানা মনে হয়েছে? উত্তরে তিনি বলেন, ‘ছবিটি কারও জীবনী বা বাস্তব ঘটনা নিয়ে নির্মাণ করা হয়নি। এ ছবির শামা চরিত্রের সঙ্গে আমার মিল একটাই, আমরা দু’জনেই অভিনয়শিল্পী। এর বাইরে আর কিছু না।’
এবারই প্রথম মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করছেন। কাজের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত “দামাল” ছবির যতটুকু কাজ করেছি, তার অভিজ্ঞতা মন্দ না। এবারই প্রথম কোনো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ছবিতে কাজ করছি। এতে মুক্তিযুদ্ধ এবং ফুটবল খেলার মতো দুটি বিষয় আছে, যা এর আগে কোনো ছবিতে দেখানো হয়েছে বলে আমার মনে হয় না।’
অন্য ছবিগুলোর কাজ কতদূর? উত্তরে মিম বলেন, ‘কিছুদিন আগেই “পরাণ”-এর কাজ শেষ করেছি। “ইত্তেফাক”র কাজও প্রায় শেষ দিকে। আশা করি, চলতি বছরই ছবি দুটি মুক্তি পাবে।’