সিরাজগঞ্জে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নাট্যকার মান্নান হীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ এএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১০:০৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একুশে পদকপ্রাপ্ত নাট্যকার মান্নান হীরার মৃতদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে করে তার মৃতদেহ সিরাজগঞ্জ কোট চত্বরে আনা হয়।
সেখানে জানাযা নামাজ শেষে তার মৃতদেহে পুস্পস্থবক অর্পন করে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন,সিরাজগঞ্জ পথ নাটক পরিষদসহ সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন । পরে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে বাবার কবরের পাশে তার দাফন কার্য সম্পুর্ন করা হয়। এর আগে মান্নান হীরার একমাত্র সন্তান গৌরব তার বাবার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্টিজের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য, সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়োটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ পথ নাটক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধরী জগলু ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ গৌর।
বক্তরা বলেন, মান্নান হীরা ছিলেন বাংলাদেশের পথ নাটকের পথ প্রর্দশক। তার মৃত্যুতে সিরাজগঞ্জ একজন সাংস্কৃতিক অবিভাবক হারালেন। মান্নান হীরার মৃতদেহ সিরাজগঞ্জে আনার পর কান্নায় ভেঙ্গে পরে সিরাজগঞ্জের নাট্যকর্মীসহ তার ভক্ত ও শোভাকাঙ্খিরা।
পুস্প স্থবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ,জেলা আওয়ামী যুবলীগ,নাট্য নিকেতন,তরুন সম্প্রদায়,দুর্বার নাট্য গোষ্ঠী,কলেজ থিয়েটার,প্রসুন থিয়েটার,থিয়েটার কথন,নাবিক নাট্য গোষ্ঠী,নাট্যলোক,নাট্য চক্র,আনন্দ ধারা নৃত্যকলা একাডেমি,স্বপ্ন দুয়ার,চারুন সাংস্কৃতিক কেন্দ্র,গণহত্যা অনুসন্ধান কমিটি ও গণনাট্য দল।
উল্লেখ্য, বুধবার রাতে ঢাকায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ঢাকায় শ্রদ্ধা নিবেদনের পর তার মৃতদেহ সিরাজগঞ্জ আনা হয়। মান্নান হীরা বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি ছিলেন,তিনি একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। বাংলাদেশের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন আরন্যকের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।